মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে উত্তর চান্দগাওঁ বনিক পাড়া এবং আচার্য পাড়া স্থানীয়দের ঐক্যবদ্ধ শক্ত অবস্থান থানায় লিখিত অভিযোগ - দৈনিক অনলাইন ২৪ নিউজ.কম

শিরোনাম

  

প্রিন্টিং বিজ্ঞাপন

home Top Ad

Thursday, February 8, 2024

demo-image

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে উত্তর চান্দগাওঁ বনিক পাড়া এবং আচার্য পাড়া স্থানীয়দের ঐক্যবদ্ধ শক্ত অবস্থান থানায় লিখিত অভিযোগ

20240208_151831


থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ তুলে ধরা হলো 


 জনাব,

আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ আপনার থানার অর্ন্তগত উত্তর চান্দগাঁও বণিক পাড়া এবং আচার্য্য পাড়ার স্থায়ী বাসিন্দা হই। আমাদের উভয় এলাকার ঐতিহ্যগত ও শান্তিপূর্ণ ভাবে মিলেমিশে বসবাস করার সুনাম রয়েছে। আমাদের উভয় এলেকায় ভ্রাতৃত্ববোধ এবং পারিবারিক বন্ধন অটুট আছে মহোদয় আপনাকে অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে, পার্শ্বে উল্লেখিত বিবাদীগ আমাদের এলাকার অস্থায়ী ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। 


বিবাদীগণের নাম ও ঠিকানা:

১। ঋষু দাস, পিতা- অজ্ঞাত

সাং- উত্তর চান্দগাঁও, বণিক পাড়া,

থানা-চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম। ২। কাজল সদ্দার, পিতা- অজ্ঞাত

৩। ইমন দাশ প্রঃ কোঁয়ে, পিতা- অজ্ঞাত

৪। রনজিত দাশ প্রঃ কালুর মেয়ের জামাই পিতা- অজ্ঞাত

৫। শম্ভু নাথ, পিতা-অজ্ঞাত

৬। রনিজিত শীল, পিতা-অজ্ঞাত সর্ব সাং- উত্তর চান্দগাঁও, আচার্য্য পাড়া, থানা-চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম।

উল্লেখিত বিবাদীগণ তাহাদের নিয়ন্ত্রনাধীন সিন্ডিকেটের মাধ্যমে আমাদের এলাকায় প্রকাশ্য মাদক ব্যবসা সহ বিভিন্ন অনৈতিক, অসামাজিক ও অবৈধ কর্মকান্ড করিয়া আসিতেছে। পার্শ্বে উল্লেখিত বিবাদীগণ বিভিন্ন সময়ে রাতে কোন কোন সময় দুপুরে বহিরাগত অজ্ঞাতনামা লোক আনিয়া প্রকাশ্য মাদক ও জুয়ার আসর বসায়। 

তাহাদের এমন জঘন্য ও অসামাজিক কার্যকলাপ এলাকাবাসীর নজরে আসলে পার্শ্বে উল্লেখিত বিবাদীগণকেণ এলাকার স্থানীয় জনগণ এই সব অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা বন্ধ করার জন্য সতর্ক করিলে, পার্শ্বে উল্লেখিত বিবাদীগণ বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি দিতে থাকে। পার্শ্বে উল্লেখিত বিবাদীগণ তাহাদের ক্ষমতা ও গায়ের জোড়ে তাহাদের মাদক ব্যবসা চালু রাখে এবং বর্তমানেও চালু আছে। পার্শ্বে উল্লেখিত বিবাদীগণের এহেন কার্যকলাপে এলাকার যুবসমাজ সহ বিভিন্ন পেশাজীবি ও শ্রমজীবী এবং এলাকার স্থানীয় জনগণের অপূরনীয় ক্ষতি হচ্ছে। বিবাদীগণের মাদক ব্যবসা এলাকার মধ্যে এতটাই ভয়ংকররূপ নিয়েছে, যাহা এই মুহুর্তে বন্ধ করা না গেলে এলাকার প্রতিটি ঘরে মানুষ নেশাগ্রন্থ জীবনের দিকে ছুঠে যাবে।

 পার্শ্বে উল্লেখিত বিবাদীগণের এহেন কার্যকলাপে এলাকার সুনাম ও ঐহিত্যগত মান সম্মানের ক্ষতি হচ্ছে এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বর্তমানে হুমকির মুখে


অতএব, মহোদয়ের নিকট এলাকাবাসীর আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়াদী বিবেচনা করত, পার্শ্বে উল্লেখিত বিবাদীগনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আপনার সদয় মর্জি হয়।






No comments:

Post a Comment

Pages