আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে লায়ন এ কে জাহেদ চৌধুরী (মানুষ তো মানুষের জন্য) - দৈনিক অনলাইন ২৪ নিউজ.কম

শিরোনাম

প্রিন্টিং বিজ্ঞাপন

home Top Ad

Tuesday, May 31, 2022

demo-image

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে লায়ন এ কে জাহেদ চৌধুরী (মানুষ তো মানুষের জন্য)

 আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে লায়ন এ কে জাহেদ চৌধুরী

মানুষ তো মানুষের জন্য

282626597_1439253989851283_3373336024118765460_n

মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে সহযোগিতা সহমর্মিতার মানসিকতায়। তাহলে সমাজে সৃষ্টি হবে মানবিক মানুষের এবং এটি মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এইচপিএফ’র উদ্যোগে ক্যান্সার আক্রান্ত মোঃ সাদেক’র চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি লায়ন এ কে জাহেদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল ২৮ মে রাত ৮টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপদেষ্ঠা বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, সংগঠনের উপদেষ্ঠা ডা. চয়ন চক্রবর্ত্তী, সভাপতি সুমন চৌধুরী, মোঃ মাহাবুব আলম, পুলক চৌধুরী, রুপন চৌধুরী, মোঃ এরশাদ, লিটন দাশ দীপক, শান্তজিৎ মল্লিক, শমিলা চক্রবর্তী, পূজা, অর্পন নাথ, প্রিয়া ভট্টাচার্য, পূজা ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা হৃদয় দে প্রমুখ।

No comments:

Post a Comment

Pages