গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) প্রয়াত সমাজহিতৈষী, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোছলেম উদ্দিন'র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর কদম মোবারক শাহী জামে মসজিদ প্রাঙ্গনে ‘‘মোছলেম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক
মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, শিক্ষার উন্নয়ন, শুদ্ধ রাজনীতি ও সমাজ উন্নয়নে রাজনীতিবিদ আলহাজ্ব মোছলেম উদ্দিনের অবদান অপরিসীম। তিনি ছাত্র রাজনীতিতে মেধার পরিচয় দিয়েছেন। ষাটের দশক পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের জন্য তরুণ বয়সে এ মেধাবী ছাত্রনেতার অবদানের কথা চন্দনাইশবাসীর কাছে স্মরণীয়। একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতিক হিসেবে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। সমাজ নিবেদিত সংগঠন ‘‘মোছলেম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন’র সভাপতি, মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য বোরহান উদ্দিন গিফারীর সভাপতিত্বে এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে
আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম, এড. এস এম সিরাজদ্দৌল্লাহ, অধ্যাপক এস এম শহীদ উল্লাহ, আলহাজ্ব মো: কামাল উদ্দীন, সমাজকর্মী নেছার আহমেদ খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াসিন আরাফাত, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওয়াহেদ রাসেল, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, এস.এম তৌহিদুল্লাহ, মাওলানা আবুল কাশেম, মো: আলমগীর কবির চৌধুরী, মফিজুর রহমান মুন্না, শহীদুল ইসলাম সুমন, মিজানুর রহমান সিহাব, জয়নাল আবেদীন, জুনায়েদ উদ্দীন নাঈম, রুবায়েত চৌধুরী, সাইফুল ইসলাম তুষার, সায়েম উদ্দীন প্রমুখ। আলোচনা সভা শেষে কদম মোবারক শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইকরাম হোসেন বিশেষ মুনাজাত ও দোয়া পরিচালনা করেন।
No comments:
Post a Comment