পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজের পরদিন মিললো লাশ - দৈনিক অনলাইন ২৪ নিউজ.কম

শিরোনাম

প্রিন্টিং বিজ্ঞাপন

home Top Ad

Wednesday, September 15, 2021

demo-image

পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজের পরদিন মিললো লাশ

 চাঁদপুর শহরের বিপণিভাগ বাজার এলাকা থেকে নারায়ণ ঘোষ (৬০) নামে এক মিষ্টি ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় বাজারের মেসার্স শরীফ স্টিল ওয়ার্কশপের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

4a72a079b70515b84718cdde253e2b5b-6142e4043b597

ঘটনাস্থলের পাশের একটি সেলুন থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে পুলিশ ও পিবিআই। ঘটনার পর থেকে ওই সেলুনের কর্মচারী রাজু শীল পলাতক। নিহত নারায়ণ ঘোষ পৌরসভার ৮নং ওয়ার্ডের নতুনবাজার ঘােষপাড়ার বাসিন্দা মৃত যোগলকৃষ্ণা ঘোষের ছেলে। তিনি পাইকারিতে দই-মিষ্টি বিক্রি করতেন।

নিহতের ছোট ছেলে রাজু ঘোষ ও ফুফাতো ভাই চন্দ্রনাথ ঘোষ চন্দ্র জানান, দীর্ঘদিন ধরে পাইকারিতে দই-মিষ্টি বিক্রি করছেন নারায়ণ ঘোষ। বুধবার সন্ধ্যায় তিনি পাওনা টাকা তুলতে বিপণিভাগ বাজারে যান। রাতে তার সঙ্গে বাজার থেকে তোলা টাকা ও হাতে একটি স্বর্ণের আংটি ছিল। এরপর কৃষ্ণ কর্মকারের সেলুনে শেভ করেন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। সকালে তার বস্তাবন্দি লাশ পাওয়া গেছে বলে খবর পান। 

বিপণিভাগ বাজারের নৈশপ্রহরী ইসমাইল বকাউল জানান, রাত ২টায় কৃষ্ণ কর্মকারের সেলুনের কর্মচারী রাজু শীল সেলুন খুলে একটি বস্তা নিয়ে আবারও প্রবেশ করে। দূর থেকে জিজ্ঞেস করলে সে জানায়, সামনে পূজা তাই দোকান পরিষ্কার করছে। কিছুক্ষণ পর বস্তাটি টেনেহিঁচড়ে পাবলিক টয়লেটের কাছে নিয়ে যায়। এবারও তাকে জিজ্ঞেস করলে জানায়, দোকানের ময়লা-আবর্জনা পাবলিক টয়লেটের কাছে ফেলে দিচ্ছে। এরপর ভোর ৪টায় সেলুন বন্ধ করে চলে যায় রাজু শীল।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী ও পরিবারের বক্তব্য নিয়েছি। তদন্ত করে অভিযুক্তকে আটক করা হবে। ঘটনার সঙ্গে অন্য কোনও বিষয় জড়িত আছে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন

No comments:

Post a Comment

Pages