ঢাকা: রাজধানীর মতিঝিলে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে হৃদয় নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বিষয়টি জানান। এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
ওসি জানান, সোমবার রাতে টহল পুলিশ কমলাপুরের পেন্টাগন হোটেলের সামনে থেকে গুরুতর জখমপ্রাপ্ত এক যুবককে উদ্ধার করে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর হৃদয়ের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, খুন হওয়া হৃদয় এলাকায় ভাসমান। একটি মোবাইলকে কেন্দ্র করে হৃদয়ের সঙ্গে ফাহিম নামের আরেক যুবকের ঝগড়া ও মারামারি হয়। ঝগড়ার এক পর্যায়ে ফাহিম কাঁচি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে পালিয়ে যান। গুরুতর জখমপ্রাপ্ত হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তদন্তের ধারাবাহিকতায় বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলের যুগান্তর গলি থেকে ফাহিমকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যমতে মতিঝিলের সিরাজ ভবনের পাশে ময়লার স্তুপ থেকে হত্যায় ব্যবহৃত কাঁচি ও ফাহিমের রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
No comments:
Post a Comment