বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) বলেছেন, পুলিশকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি পুলিশকে মানবিক হতে হবে।
মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, সার্কেল অপু সরোয়ার।
এছাড়া অন্যান্যদের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল উপস্থিত ছিলেন। সভায় উপপরিদর্শক (এসআই) সহকারী উপপরিদর্শক ও কনস্টেবলরাও উপস্থিত ছিলেন।
ডি আই জি মহিদ উদ্দিন মঙ্গলবার দিনগত রাতে মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে পুলিশ সুপার রাফিউল আলম তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বুধবার সকালে তিনি সদর থানা, রিজার্ভ অফিস ও বিকেলে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।
সূত্র: বাংলা 24 নিউজ
No comments:
Post a Comment