রোহিঙ্গা ভাসানচরে সোলার প্যানেল চুরির সময় আটক ৪ - দৈনিক অনলাইন ২৪ নিউজ.কম

শিরোনাম

প্রিন্টিং বিজ্ঞাপন

home Top Ad

Tuesday, August 31, 2021

রোহিঙ্গা ভাসানচরে সোলার প্যানেল চুরির সময় আটক ৪



নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের সোলার প্যানেল চুরি করে নেওয়ার সময় চার রোহিঙ্গা কিশোরকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে আশ্রয়ণ প্রকল্পের ৬৩ ক্লাস্টারের সামনে থেকে চোরাই মালামালসহ তাদের আটক করে নৌবাহিনীর কার্যালয়ে সোপর্দ করা হয়। 

আটকরা হলেন- আশ্রয়ণ প্রকল্প ৩ এর ৫০ নম্বর ক্লাস্টারের এল-১৫ নম্বর কক্ষের বাসিন্দা মো. এরশাদ (১৪), ২৮ নম্বর ক্লাস্টারের সি-১০ নম্বর কক্ষের মো. রফিক (১৩), ২৪ নম্বর ক্লাস্টারের এ-১০ নম্বর কক্ষের কামাল হোসেন (১৫) ও ৬২ নম্বর ক্লাস্টারের এ-৪ নম্বর কক্ষের ওমর ফারুক (১৩)। পুলিশ জানায়, রাত ৯টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টারের শেল্টারের সোলার প্যানেল চুরি করে নিয়ে যাচ্ছিল চার রোহিঙ্গা। 

এসময় তাদের এপিবিএনের সিভিল টিম আটক করে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে চার রোহিঙ্গা থানার হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে হাজির করা হবে।

No comments:

Post a Comment

Pages