জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে চট্টগ্রাম নাগরিক উন্নয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদের উদ্যোগে গতকাল দুপুরে চকবাজারস্থ তারেক শাহ এতিমখানায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহিম, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আবছার উদ্দিন লিটন, মাওলানা মোহাম্মদ এহসান, মওলানা ইয়াহিয়া, মাওলানা ইউনুস ও এতিমখানার ছাত্রবৃন্দ। এক সংক্ষিপ্ত বক্তব্য মুক্তিযোদ্ধা ফজল আহমদ বলেন বঙ্গবন্ধু বাঙালীর অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু জন্মে ছিল বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ঘাতকরা বঙ্গবন্ধুকে শারীরিক মেরে ফেললেও আদর্শিক বঙ্গবন্ধু বিশ্ববাঙালীর হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। তিনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্যসূচীতে লিপিবদ্ধ করার দাবী জানান। শেষে বঙ্গবন্ধু, ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধুর শহীদ পরিবারবর্গ, জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে আতœার মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।
No comments:
Post a Comment