জামালপুরের ইসলামপুর উপজেলার একটি আবাসিক মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
তিন ছাত্রীর সবাই ইসলামপুর উপজেলার গোয়ালেরচর দারুত তাক্কওয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার ভোরে ওই মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়।জিডি ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন ছাত্রী মাদ্রাসার একটি কক্ষে থাকে। রোববার রাতে তারা ওই কক্ষেই ঘুমিয়ে পড়ে অন্য আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে। সোমবার ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে সব শিক্ষার্থীকে জাগিয়ে দেওয়া হয়। অন্যান্য শিক্ষার্থীর মতো ওই তিনজনও নামাজ পড়ার প্রস্তুতি নেয়। নামাজের পর তাদের তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়। পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেছে। তবে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিকেলে ইসলামপুর থানায় জিডি করা হয়।
জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া প্রথম আলোকে বলেন, আরও আগে জানানো হলে ভালো হতো। বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষ তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তারা কোথায় আছে—এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
No comments:
Post a Comment