একসঙ্গে তিন শিশুর জন্ম - দৈনিক অনলাইন ২৪ নিউজ.কম

শিরোনাম

প্রিন্টিং বিজ্ঞাপন

home Top Ad

Monday, September 13, 2021

একসঙ্গে তিন শিশুর জন্ম

 ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিনটি ছেলেশিশুর জন্ম দিয়েছেন এক নারী। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের পাইকপাড়ায় অবস্থিত দ্য বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশুগুলোর জন্ম দেন তিনি।

ওই নারীর নাম বেদেনা আক্তার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার নুর ইসলামের স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ আইরিন হক বেদেনার অস্ত্রোপচার করেন। রোগীকে অচেতন করেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক খোকন দেবনাথ। শিশু তিনটি বর্তমানে জেলা শহরের শিশু হাসপাতালে ইনকিউবেটরে রাখা হয়েছে।

চিকিৎসক খোকন দেবনাথ জানান, রোববার রাত ১০টায় প্রসবব্যথা উঠলে পরিবারের বেদেনাকে হাসপাতালে নিয়ে যান। স্বজনেরা আলটাসনোগ্রামের মাধ্যমে তাঁর গর্ভে দুটি শিশু থাকার কথা জানতে পারেন।

খোকন দেবনাথ বলেন, রোববার রাতে হাসপাতালে আনার পর বেদেনার গর্ভে শিশুগুলোর নড়াচড়া কম ছিল। পাশাপাশি তাঁর গর্ভে ফ্লুইড ভেঙে গিয়েছিল। শরীরে রক্তের পরিমাণও কম ছিল। রাত সাড়ে ১১টার দিকে দ্রুত তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি তিনটি ছেলেশিশুর জন্ম দেন।

খোকন দেবনাথ জানান, শিশু তিনটির ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৬৫০ ওজন। দুটি শিশুর শারীরিক অবস্থা ভালো। একটি শিশুর অবস্থা তেমন ভালো না। তবে মা সুস্থ আছেন।

খোকন দেবনাথ বলেন, ওজনে কম হওয়ায় শিশু তিনটিকে শহরের শিশু হাসপাতালে ইনকিউবেটরে রাখা হয়েছে।

No comments:

Post a Comment

Pages