৩ কোটি ৫৪ লাখ ডোজ টিকা দেওয়া শেষ - দৈনিক অনলাইন ২৪ নিউজ.কম

শিরোনাম

প্রিন্টিং বিজ্ঞাপন

home Top Ad

Tuesday, September 14, 2021

৩ কোটি ৫৪ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

 দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৫০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৮৮ লাখ ৫৮ হাজার ৫৭৫ ডোজ টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ১৩ লাখ ২৪ হাজার ১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৮৮৭ জন। 

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৩ হাজার ৮৩৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৪৪ জনকে। 

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৬৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৭ হাজার ৫১৫ জন।  

মডার্নার টিকা আজ প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২ হাজার ৫০৪ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ১৬ লাখ ১৬ হাজার ৬৬৭ জন।

সূত্র: বাংলা ট্রিবিউন

No comments:

Post a Comment

Pages