মেডিকেল কলেজ খোলার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা - দৈনিক অনলাইন ২৪ নিউজ.কম

শিরোনাম

প্রিন্টিং বিজ্ঞাপন

home Top Ad

Thursday, September 2, 2021

মেডিকেল কলেজ খোলার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা

 দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে।

প্রথম ধাপে আগামী ১৩ই সেপ্টেম্বর মেডিকেল কলেজগুলো এবং নার্সিং কলেজে ক্লাস শুরু হবে।

আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন ধাপে ধাপে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা নিয়ে সরকার এগুচ্ছে।

তবে স্কুল-কলেজ খোলার আগে স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যাপারে মন্ত্রী সরকারের চিন্তার কথা তুলে ধরেন।

একই সাথে স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, অন্য কোনো দেশ স্কুলের শিক্ষার্থীদের টিকা দিয়েছে কিনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত কী - এসব প্রশ্নের জবাব জানার পরই স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন।

এরপর সংবাদ সম্মেলনে জাহিদ মালেক বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


No comments:

Post a Comment

Pages